DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে লোগাং জোনের আর্থিক অনুদান ও বিবিধ সামগ্রী পেল অসহায় মানুষ

Astha Desk
জুন ২৪, ২০২৪ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

পানছড়িতে লোগাং জোনের আর্থিক অনুদান ও বিবিধ সামগ্রী পেল অসহায় মানুষ

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার (৩ বিজিবি) লোগাং জোন কতৃক অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান, টিন, সেলাই মেশিন এবং প্রতিবন্ধীর জন্য হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০ টার দিকে লোগাং জোনের পানছড়ি সদর দপ্তরে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি, এসকল বিতরণ করেন।

পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর দপ্তর লোগাং জোনের পক্ষ হতে, জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় লোগাং জোন বিজেপির দায়িত্বপূর্ণ এলাকায় প্রতিবন্ধীর জন্য হুইল চেয়ার, দুঃস্থ ও অসহায় পরিবারের জন্য ঢেউটিন ও সেলাই মেশিন, অসুস্থ্য রোগীর চিকিৎসা, শিক্ষার্থীর বই ক্রয় ও পানছড়ি অনির্বাণ শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত পাহাড়ি-বাঙ্গালীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় বিজিবির কমান্ডার বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]