পানছড়িতে সেনাবাহিনীর মতবিনিময়, উপহার ও চিকিৎসা সেবা প্রদান
- আপডেট সময় : ০২:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ১১৫১ বার পড়া হয়েছে
পানছড়িতে সেনাবাহিনীর মতবিনিময়, উপহার ও চিকিৎসা সেবা প্রদান
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়িতে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্টির সাথে তারাবন ছড়ায় মতবিনিময় সভা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ি সেনা সাবজোনের উদ্যােগে ও খাগড়াছড়ি সদর জোনের আয়োজনে এ মতবিনিময় সভা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ হাসান মাহমুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরন করেন।
সভায় প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার বলেন, পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজ নির্মুল করা হবে অচিরেই, সন্ত্রাসীদের চাঁদাবাজি ও অস্ত্রের ঝনঝনানি থাকবে না, শান্ত পাহাড়ে অস্থিতিশীল করার স্বপ্ন আর বাস্তবায়ন হতে দেয়া হবেনা, অচিরেই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করা হবে।
বিগ্রেডিয়ার জেনারেল মোঃ হাসান মাহমুদ আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সকলের জন্য কাজ করছি, তাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল সন্ত্রাসীদের পাহাড় থেকে উৎখাত করা হবে।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি, খাগড়াছড়ি ডিজিএফআই কর্ণেল আতিক (জিএস), পানছড়ি ব্যাটালিয়ান (৩বিজিবি) লোগাং জোন অধিনায়ক লে: কর্ণেল রবিউল ইসলাম পিপিএম (সেবা), খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর (জি.টু.আই) কাজী মোস্তফা আরেফিন, পানছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত প্রমূখ উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, লোগাং ইউপি সদস্য মোঃ শাহেব আলী, স্থানীয় হেডম্যান কার্বারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, এলাকাবাসীদের মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ ও বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন।










