পানছড়িতে ৪০তম বিসিএস (নন ক্যাডার) হয়েছেন সওকত ও নিজাম
মোঃ হেলাল উদ্দিন/পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৪০তম বিসিএস (নন ক্যাডার) হিসাবে মনোনীত হয়েছে মোঃ সওকত আলী ও মোঃ নিজাম বাশার।
মোঃ সওকত আলী ৫নং উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া বাসিন্দা মোঃ তৈয়ব আলীর ছেলে। সে প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন।
মোঃ নিজাম বাশার ৩নং পানছড়ি সদর ইউনিয়নের পাইলটফ্রর্ম এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রহমানের ছেলে। সে উপ-সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছেন। নিজাম বাশার তিন ভাই-বোন এর মধ্যে ৩য়। তার বড় ভাই প্রাথমিক বিদ্যালয়ে চাকরীরত, ২য় ভাই পবিত্র কোরআনের হাফেজ, বোন বিবাহিত। ব্যাক্তগত জিবণে সে বিবাহিত। সে দুই সন্তানের জনক।
উভয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এফবিতে একের পর এক পোষ্ট করছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।