পানছড়ির লোগাং-এ বিএনপির লিফলেট বিতরন ও ধানের শীষের ভোট প্রার্থনা
- আপডেট সময় : ০৩:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ১১১০ বার পড়া হয়েছে
পানছড়ির লোগাং-এ বিএনপির লিফলেট বিতরন ও ধানের শীষের ভোট প্রার্থনা
পানছড়ি প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার পানছড়িতে তারেক জিয়ার ঘোষিত ৩১ দফার সমর্থনে লিফলেট বিতরন, ধানের শীষের ভোট প্রার্থনা ও স্টিকার লাাগানো কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সকাল ৮টার দিকে
পানছড়ির লোগাং-এ তারেক জিয়ার ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত-এর ৩১ দফার সমর্থনে লিফলেট বিতরন, ধানের শীষের ভোট প্রার্থনা ও স্টিকার লাাগানো কার্যক্রম পরিচালনা করেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া পক্ষে লোগাং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল জলিল এর নেতৃত্বে ও লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আইনুল হোসেন এর সহযোগিতায় এ কর্মসূচী পালন করা হয়।
ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম এর সহ-প্রচার সম্পাদক মোঃ জুয়েল হোসেন এর উদ্যোগে এসময় সংগঠনটির নেতাকর্মীরা ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন ওয়াদুদ ভূইয়ার উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।










