DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৮ই এপ্রিল ২০২৫
ঢাকামঙ্গলবার ৮ই এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচের জয়

Astha Desk
মে ২১, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

পানছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচের জয়

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসীতখীসা) এর প্রার্থী কাপ-পিরিচ প্রতীকে চন্দ্র দেব চাকমা ২৪হাজার ৮শ ৩২ ভোট পেয়ে জয়লাভ করেছে। তার নিকটতম প্রতিদন্ধী হিসেবে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক অফ ফ্রন্ট (গণত্রান্তিক) এর প্রার্থী মিটন চাকমা আনারস প্রতীকে পেয়েছে হাজার ১৬হাজার ৩শ ৫৭ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সৈকত চাকমা ২৪হাজার ০শ ১৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৪ নং লতিবান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কিরণ ত্রিপুরা চশমা প্রতীকে ৭হাজার ৩শ ১৮ ভোট পেয়েছেন। এছাড়াও পানছড়ি প্রেসক্লাবের সভাপতি ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য জয়নাথ দেব তালা প্রতীকে ৫হাজার ৪শ ৯৪ ভোট, পানছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান লোকমান হোসেন বৈদ্যুতিক বাল্ব নিয়ে ৩ হাজার ৭শ ৩৬ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে পানছড়ি উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা ২১হাজার ২শ ৬৩ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজাতা চাকমা ১৮হাজার ৭শ ৪৭ ভোট পেয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৬