পানছড়িতে গরীব ও দুঃস্তদের মাঝে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার (১৫ই আগষ্ট) বর্ডার গার্ড বাংলাদেশ কতৃক দেশব্যাপী গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগী বিতরণ করেছে।
এরই অংশ হিসাবে খাগড়াছড়ি জেলার পানছড়ি ব্যাটালিয়ন ৩বিজিবি লোগাং জোন কতৃক ৪০ দুঃস্থ পরিবারের মাঝে চাউল, আটা, ডাল, আলু, লবণ ও তৈল বিতরণ করেন, ৩বিজিবি লোগাং জোনের জোন অধিনায়ক লে কর্ণেল রুবায়েত আলম পিএসসি। আজ রবিবার দুপুর ১২টায় জোন সদর দপ্তরে উপজেলার গরীব, দুঃস্থদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জোন অধিনায়ক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আজ এই মহতি অনুষ্টান শুধু খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানই নয় বরং এই অনুষ্টানের মধ্য দিয়ে আমরা গভীর শ্রদ্ধাভরে স্বরণ করছি, বাঙ্গালী জাতীর অবিসংবাদিত সেই মহান নেতা, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যিনি নির্যাতিত, নিপীড়িত বাঙ্গালীর মুক্তির দিশারী, গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্নত্যাগ এবং জনগনের প্রতি যার ছিল গভীর মমত্ববোধ। যিনি ক্ষুধামুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে ছিলেন।
তাঁর সেই অধূরা স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে তাঁরই বির্দশী কণ্যা, আমাদের সকলের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, আমরা সবাই যেন তাঁকে এবং তার মহান ব্রতকে শ্রদ্ধাভরে গ্রহণ করাসহ, সকল ক্ষেত্রে সহযোগীতার উদার হস্ত বাড়িয়ে দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।