পানছড়িতে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচী পালিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে খাগড়াছড়ির পানছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পানছড়ি উপজেলা, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদল।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালের দিকে পানছড়ি-খাগড়াছড়ি সড়কের পানছড়ি ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার সম্মুখের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
২০০৯-২০২৪ সালের ৫ আগষ্ট পর্যন্ত গুমের শিকার ছাত্রদলের সকল নেতা কর্মীর মুক্তির দাবিতে ও আওয়ামীলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকান্ড এবং নির্যাতনের স্বীকার ছাত্রদলের নেতা-কর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নেয় পানছড়ি উপজেলা ছাত্রদল, কলেজ ছাত্রদল, এবং ইউনিয়ন ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী।
পানছড়ি উপজেলা ছাত্রদল এর আহ্বায়ক মোঃ দিদারুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপি সংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম।