পানছড়িতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়িতে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয়েছে।
আজ মঙ্গলবার (১ লা এপ্রিল/২০২৫) সকাল ১০ টার দিকে উপজেলা মডেল মসজিদের হলরুমে এ অনুষ্টান অনুষ্টিত হয়।
পানছড়িতে উপজেলা জামায়েতে ইসলামী সভাপতি মোঃ জাকির হোসাইন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান এর সঞ্চালিত ঈদ পুনর্মিলনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৯৮ নং আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী এ্যাড. ইয়াকুব আলী চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম এর কুমিল্লা জোন সেক্রেটারি ও সেন্ট্রাল মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডা. মোঃ জহিরুল ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর পানছড়ি উপজেলা কমিটির বাইতুলমাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, প্রচার সম্পাদক মোঃ আবুল কাসেম, খাগড়াছড়ি জেলা শিবির এর সাবেক সভাপতি মোঃ এনামুল হক এনাম, উপজেলা সাবেক শিবির সভাপতি মোঃ এরশাদ, মোঃ আবুল কালাম আজাদ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দেশে আইনের শাসন কায়েম করা ধর্ষণ, চাঁদাবাজি, খুন বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপসহ আগামী নির্বাচনে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ইসলামী শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।