পানছড়িতে যুব রেড ক্রিসেন্টের ইফতার পার্টি অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ির পানছড়িতে যুব রেড ক্রিসেন্টের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৫টায় উপজেলা ৩নং সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এ ইফতার পার্টি অনুষ্টিত হয়।
সংগঠনটির আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান এবং আয়কর আইনজীবী মোঃ মোফাজ্জল হোসাইন এর সভাপতিত্বে ও আজীবন সদস্য শহিদুল সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি সাবজোনের জোন কমান্ডার মেজর রিফাত হোসাইন।
সাবেক যুব প্রধান রায়হান আহমেদের এর স্বাগত বক্তব্যের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি থানার ওসি মোঃ জসিম উদ্দিন, আজীবন সদস্য ও উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বাবুল, আজীবন সদস্য ও পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম, ৩ নং পানছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নজরুল ইসলাম, আজীবন সদস্য ও মুসলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, আজীবন সদস্য মোঃ শাহেদুল হোসেন সুমন ও পানছড়ি উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন, যুব রেড ক্রিসেন্টের সকল ধরনের সেচ্ছাসেবী মূলক কাজের প্রশংসা করেন এবং রেড ক্রিসেন্টকে সব সময় দুর্যোগ মোকাবেলায় সবার পাশে থাকার আহ্বান জানান এবং সমাজে আরো জনকল্যাণমূলক কাজের অগ্রগতির জন্য পরামর্শ প্রদান করেন।