DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৩শে জুলাই ২০২৫
ঢাকাবুধবার ২৩শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে ট্যাব ও সনদ বিতরণ

Astha Desk
জুলাই ৩১, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে ট্যাব ও সনদ বিতরণ

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়িতে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর সনদ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইলেকট্রনিকস ডিভাইস ট্যাব, সমাজসেবা কর্তৃক ঋণ বিতরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩১ জুলাই) দুপুর ১২ টার পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্টান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জসীম উদ্দিন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সমাপণ চাকমা, চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব প্রমূখ।

পূঁজগাঙ মুখ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ সঞ্চালিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা মনির খান, পানছড়ি থানার ওসি হারুনর রশীদ, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন, উপজেলা প্রকৌশলী আবদুল খালেক প্রমূখ।

আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১শ ২৬টি ট্যাব, জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীদের মাঝে সনদ বিতরণ, ৩০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ১০ লক্ষ টাকার ঋণ এবং পানছড়ি কৃষি ও বনবিভাগ এর পক্ষ থেকে যৌথভাবে ২শ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন চারা বিতরণ করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]