পানছড়িতে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়িতে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
“স্বপ্ন দেখো শিখো’ ‘এগিয়ে চলো” শিক্ষাই তোমার সফলতার আলো’’–এই স্লোগানকে ধারণ করে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে উপজেলার পুজগাং এলাকায় চেঙ্গী সারিবালা কলেজে আজ মঙ্গলবার (২৫ মার্চ/২৫) এ শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লহুর চাকমা অমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।
নরসিংদী তাঁতশিল্প ইনস্টিটিউটের শিক্ষার্থী সজীব চাকমা সঞ্চালিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেঙ্গী সারিবালা কলেজের অধ্যক্ষ কিরণ চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বসন্ত চাকমা, অনিক চাকমা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খুশি দত্ত চাকমা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিন্দ্য চাকমা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, তিন পার্বত্য জেলা একটি বিশেষ এলাকা যেখানে এখনও আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছায়নি, অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। ফলে মেধাবী হওয়া সত্ত্বেও অনেক শিক্ষার্থী পড়ালেখা থেকে অকালে ঝড়ে পড়ছে। তাছাড়া অদক্ষ ও দুনীর্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কারণে মান সম্মত পড়াশুনা থেকে শিক্ষার্থীরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। এ থেকে উত্তরণের জন্য সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
শিক্ষা সেমিনারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের এ উদ্যোগ নিঃসন্দেহে উৎসাহমূলক। এর মাধ্যমে সেমিনারে অংশ নেওয়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে। উচ্চ শিক্ষার স্বপ্ন দেখবে। পড়াশোনার প্রতি আরো মনোযোগী হবে। একদিন তারাও দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সমাজ, দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। ঘুঁণে ধরা সমাজ ব্যবস্থাকে পাল্টাতে মুখ্য ভূমিকা পালন করবে।
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি এর
কেন্দ্রীয় সদস্য বসন্ত চাকমা প্রেরিত বার্তায় উল্লেখ করা হয় আলোচনা সভা শেষে শিক্ষা সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে অতিথিগণ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য যে, সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি পার্বত্য চট্টগ্রামের একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। যা ২০২৩ সালের ২৫ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে নানা বাধা বিপত্তি অতিক্রম করে এ সংগঠনটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে তিন পার্বত্য জেলাসহ দেশে ও বিদেশে অবস্থানরত পাঁচ শতাধিক তরুণ শিক্ষার্থী এ সংগঠনের সাথে যুক্ত থেকে সামজের নানা ক্ষেত্রে নিজেদের ভূমিকা রাখছেন।