DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২২শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২২শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

Ellias Hossain
নভেম্বর ২, ২০২৪ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

পানছড়িতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

“সমবায় গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার পানছড়িতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ শনিবার (২ নভেম্বর) সকালে পালন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ এলাকা থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় অফিসার সংগীতা ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ বলেন,
বাংলাদেশে সমবায়ের উৎপত্তি ১৯০৪ সালে ব্রিটিশ শাসনামলে ঘটে। দেশের কৃষক ও শ্রমিকদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করার উদ্দেশ্যে প্রথম সমবায় সংগঠন প্রতিষ্ঠিত হয়। প্রথমে কৃষি সমবায় প্রতিষ্ঠিত হয়, যা কৃষকদের উৎপাদন ও বাজারজাতকরণে সহযোগিতা করে। ১৯৪০-এর দশকে সরকারীভাবে সমবায় আন্দোলন শুরু হয়, এবং পরবর্তীতে ১৯৭৬ সালে সমবায় আইন প্রণয়ন করা হয়। এটি সমবায় সংগঠনগুলোকে আইনগত স্বীকৃতি দেয় এবং তাদের কার্যক্রমকে নিয়মিত করে।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে সমবায়ের গুরুত্ব বাড়াতে, সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও ও আন্তর্জাতিক সংস্থাও সমবায় কার্যক্রমে সহায়তা করে আসছে। বর্তমানে কৃষি, নারী উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা এবং ভোক্তা সমবায়ের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠনকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬