পানছড়ির দূর্গম এলাকায় চিকিৎসা সেবায় সেনাবাহিনী
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রত্যান্ত জনপদ পানছড়ির লোগাং এর ভারতবর্ষ এলাকায় অসহায়দের সেবায় পাশে দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনী।
আজ শনিবার (১৬ নভেম্বর/২৪) সকাল থেকে শুরু হয় এই চিকিৎসা সেবা কার্যক্রম চলে দুপুর পর্যন্ত। ২০৩ পদাতিক ব্রিগেড এর আয়োজনে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ও খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় দেয়া হয় এই সেবা।
৩০ বীর খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল পিএসসি নেতৃত্বে মেডিক্যাল টিম পানছড়ি লোগাং ইউপির প্রত্যান্ত ভারতবর্ষ পাড়া এলাকায় অসহায়-দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, পানছড়ি সাব জোনের জোন অধিনায়ক মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন ও ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন।
এতে স্থানীয় বিভিন্ন এলাকা থেকে রোগীরা সেবা নেন। মেডিক্যাল ক্যাম্পেই সেবাই নিয়োজিত ছিলেন ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স অফির্সাস মেজর তুরফা ইসলাম, ৩০ বীর ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, ৩০ বীর মেডিক্যাল অফির্সাস ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহম্মেদ, ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ক্যাপ্টেন তাসনিয়াসহ সংশ্লিষ্টরা এতে অংশ নেন।
খাগড়াছড়ি সদর জোন এর ব্যবস্থাপনায় ও পানছড়ি সাব জোনের তত্ববধানে উপজেলার ভারতবর্ষ পাড়া এলাকায় প্রায় আড়াই শতাধিক লোকজনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।
এসময় খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল পিএসসি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, পাহাড়ে দুস্থ ও অসহায় গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।