পানছড়ি হাসপাতালে রোগীদের মাঝে বিএনপির ইফতার বিতরণ ভিডিওসহ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)র
খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে পানছড়ি উপজেলা হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণ করেছে পানছড়ি উপজেলা বিএনপি। আজ মঙ্গলবার (২৫ই মার্চ) বিকেলে এ ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, দলের আহবায়ক মোঃ সেলিম কোম্পানি, সদস্য সচিব মোঃ আফসার, স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির আহ্বায়ক সৈয়দ মোঃ ইদ্রিস আলীসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার বিতরণকালে বিএনপির সভাপতি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসের শিক্ষা থেকেই আমরা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পাই। অসুস্থ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা অনেক সময় প্রয়োজনীয় খাবার পান না। তাই জনাব ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে তাদের জন্য এই ক্ষুদ্র আয়োজন করা হয়েছে, যাতে তারা রমজানের আনন্দের অংশীদার হতে পারেন।
নেতৃবৃন্দ আরও বলেন, শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
উল্লেখ্য, বিএনপি নেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা ও অন্যান্য মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে রমজান, কোরবানির ঈদ, শীতকালীন সময় ও দুর্যোগকালীন পরিস্থিতিতে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান। তার উদ্যোগে পরিচালিত এসব জনকল্যাণমূলক কর্মসূচি খাগড়াছড়ির সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে।
ইফতার গ্রহণকারী রোগী ও তাদের স্বজনরা বিএনপির এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানোর অনুরোধ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনেকে প্রয়োজনীয় খাবার কিনতে পারেন না, এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য সত্যিই সহায়ক।