শিরোনাম:
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের কেরানীকে কুপিয়ে জখম
News Editor
- আপডেট সময় : ১০:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১১২০ বার পড়া হয়েছে
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের কেরানীকে কুপিয়ে জখম
মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
পারিবারিক কলহের জেড়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের কেরানী মোঃ রবিউল ইসলাম (৪৫)’কে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ৩নং পানছড়ি সদর ইউপির কলাবাগানে এঘটনা ঘটে। রবিউল ইসলামের স্ত্রী কুলসুমা আক্তার বলেন, আমার স্বামীর দুই ভাই আমানুল্লা ও খলিলুর রহমান, ভাতিজা আক্কাস ও আব্বাস রবিউল এর সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয়।
এক পর্যায়ে আমার স্বামীর আমানুল্লা দা দিয়ে মাথায় ও পিঠে কুপিয়ে জখম করে। কাজী মোঃ রবিউল হোসেনকে বর্তমানে পানছড়ি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পানছড়ির থানার ওসি (তদন্ত) মোঃ কামরুজ্জান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় কেউ অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
















