পানির উৎস সনাক্তকরণ ও পুনজ্জীবিতকরণে পানছড়িতে কর্মশালা অনুষ্টিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
পার্বত্য চট্রগ্রামের টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য পানির উৎস সনাক্তকরণ ও পুনজ্জীবিতকরণ প্রকল্পের অধীনে উপজেলা পর্যায়ে ভেলিডেশন কর্মশালা অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার (২৯মে) সকাল ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্টিত হয়।
গবেষণা সহযোগী এবিএম মোস্তাইন বিল্লাহ এর সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক, কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, গবেষণা সহযোগী মোহাম্মদ আজিজুর রহমান প্রমূখ।
পানি সম্পদ মন্ত্রনালয়ের একটি ট্রাস্টি প্রতিষ্টান সিইজিআইএস-সেনবটার ফর এনভাইরনমেন্টাল এন্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস এর কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, গবেষণা সহযোগী
মোহাম্মদ শহীদুর রহমান।