পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে ট্যাবলেট খেয়ে কিশোরীর আত্মহত্যা
- আপডেট সময় : ১২:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ১০৪৫ বার পড়া হয়েছে
পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে ট্যাবলেট খেয়ে কিশোরীর আত্মহত্যা
ওমর ফারুক রনি/ফুলছড়ি প্রতিনিধিঃ
পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে গাইবান্ধার জেলার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামের শিলা আক্তার (১৬) নামের এক কিশোরী ট্যাবলেট গেয়ে আত্মহত্যা করছেন। আজ বুধবার (২৯ মার্চ) ভোর রাতে কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামের এঘটনা ঘটে। সাঘাটা থানার ( ডিউটি অফিসার) এসআই শাজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কামালের পাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে আপেল মাহমুদের সাথে কচুয়া ইউনিয়নের চন্দনপাট গামের শহিদুল ইসলামের স্কুল পড়ুয়া মেয়ে শিলা আক্তারের সাথে বছর তিন আগে বিবাহ হয়। বিয়েতে শিলা রাজি না থাকলেও পরিবারের চাপে সম্মতি হতে বাধ্য হয়। কম বয়সে বিবাহের ফলে সংসারে বিভিন্ন কাজ কর্ম নিয়ে পারিবারিক দ্বন্দের ফলে কিছু দিন আগে তালাক হয় । তালাকের পর থেকে বাবার বাড়ি থেকেও মানসিক নির্যাতন শুরু হয়। এসব নির্যাতন সহ্য করতে না পেরে বুধবার (২৯ মার্চ) ভোর রাতে গ্যাস নিরাময় ট্যাবলেট খেয়ে নিজ ঘরের শয়ন কক্ষে আত্মহত্যা করে। সকালের পরিবারের অন্য সদস্যরা ঘরে গিয়ে মৃত অবস্থায় দেখতে পায়।
স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, মেয়েটিকে পারিবারিক ভাবে নির্যাতন করা হয়। নির্যাতন সহ্য করতে না পেয়ে মেয়েটি আর্তহত্যা করছে। বিষয়টি তদন্তপুর্বক আত্মহত্যা প্ররোচনায় দোষীদের আইনের আওতায় নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন তারা।
আত্মহত্যা বিষয়ে শিলার পরিবার জানান, “বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশা করা হয়েছে, প্রশাসন লাশটি দাফন-কাফনের অনুমতি দিয়েছে।”
সাঘাটা থানার (ডিউটি অফিসার) এসআই শাজাহান আলী জানান, বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ হয়েছে। ওসি স্যার সরেজমিনে তদন্ত করতে যাবেন।

















