DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই এপ্রিল ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ে সেনা শাসন চলছে বলে গুজব ছড়ানো হচ্ছে-ব্রিগেডিয়ার জেনারেল শরীফ

Astha Desk
নভেম্বর ১১, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পাহাড়ে সেনা শাসন চলছে বলে গুজব ছড়ানো হচ্ছে-ব্রিগেডিয়ার জেনারেল শরীফ

 

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। পাহাড়ে সেনা শাসন চলছে বলে গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃত পক্ষে পাহাড়ে সেনা শাসন নয় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে। সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা লিখে গুজব প্রতিরোধে কাজ করতে হবে।

আজ সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান এসব কথা বলেন।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর জাবির সোবহান মিয়াদ।

প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদারের সঞ্চালিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার, সহ-সভাপতি এইচএম প্রফুল্ল, মোঃ জহুরুল আলম, শাহরিয়ার ইউনুসসহ বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০৩
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৪১