পিআর, সংস্কার ও জুলাই সনদের দাবিতে রাঙামাটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল
- আপডেট সময় : ০৩:৪৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১২২৭ বার পড়া হয়েছে
পিআর, সংস্কার ও জুলাই সনদের দাবিতে রাঙামাটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল
স্টাফ রিপোর্টারঃ
পিআর পদ্ধতির নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে রাঙামাটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর/২৫) ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা কমিটির উদ্যোগে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
গণমিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষীন শেষে রাঙ্গামাটি পৌরসভা চত্বরে সমাবেশে মিলিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফেজ ইমাম হোসাইন এর সঞ্চালিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, সহ-সভাপতি একে এম ইসরাইল, সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মুহাম্মাদ দিদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি মুহাম্মাদ বেলাল হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি মুহাম্মাদ হোসাইন মল্লিক প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, দেশে একটি সুষ্ঠু ও অংশ
গ্রহণমূলক নির্বাচনের জন্য পিআর পদ্ধতি বাস্তবায়ন অপরিহার্য। একইসাথে রাষ্ট্রের মৌলিক সংস্কার, জুলাই সনদের আইনগত স্বীকৃতি এবং অতীতের গণহত্যাকারীদের বিচারের মাধ্যমে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।