DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই-বুবলী

Ellias Hossain
জানুয়ারি ৩, ২০২৪ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই-বুবলী

ওমর ফারুক রনি/গাইবান্ধা প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্ধের পর থেকে গাইবান্ধা-৫ আসনে সরগরম হয়ে উঠেছে নির্বাচনের মাঠ। এ আসনে প্রার্থীরা ভোটারদের বাড়ি-বাড়ি গিয়েও প্রচার প্রচারণা চালাচ্ছেন। প্রচার-প্রচারনায় ব্যস্ত সময়ে শুধুমাত্র ভোটারদের বাড়ি-বাড়ি ভোট চাওয়া, পোস্টার ও মাইক বাজিয়ে প্রচারণায় সীমাবদ্ধ নেই প্রার্থীরা। প্রচার চালাচ্ছেন অনলাইন প্লাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমেও। নির্বাচনে প্রার্থীরা ভোটারদের নিজেদের পক্ষে টানতে বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেছেন।

আজ বুধবার (৩ জানুয়ারি) গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের স্বতন্ত্র ট্রাক মার্কার প্রার্থী ফারজানা রাব্বি বুবলী উঠান বৈঠকে হাজারো জনতার ঢল নামে। নিয়মিত প্রচার-প্রচারণা অংশ হিসেবে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। তার উঠান বৈঠকে অংশ নেন চরাঞ্চলের যুবক ভোটার, বৃদ্ধ-বৃদ্ধা সহ সর্বস্থরের জনসাধারণ।

এসময় ফারজানা রাব্বি বুবলী বলেন, পিতার স্বপ্ন ছিল চরাঞ্চলকে উন্নয়নের ধারায় রোলমডেল পরিণত করা। তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে নির্বাচনের মাঠে নেমেছি। বর্তমানে নির্বাচনী মাঠে তার ট্রাক মার্কার গনজোয়া সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন। সেই সঙ্গে নির্বাচিত হতে পারলে চরউন্নয়ন বোর্ডও করতে চাইছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬