DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে সেলাই মেশিন বিতরণ

Astha Desk
এপ্রিল ১, ২০২৩ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুরে সেলাই মেশিন বিতরণ

 

মোঃ তৈয়বুর রহমান/পিরোজপুর প্রতিনিধিঃ

 

“রমজান মাসে’ ‘অসহায়ের পাশে” স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (৩১ মার্চ) শুক্রবার পিরোজপুরে হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি) আয়োজনে ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে পিরোজপুর শের-ই- বাংলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপকারভোগীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি) পরিচালক মেহেদী হাসান এর সভাপতিত্বে ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি অমিত বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থা ও শের-ই- বাংলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা ও শের-ই- বাংলা পাবলিক লাইব্রেরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাব এর সভাপতি মোঃ শফিউল হক মিঠু, বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান, এইচডিটির স্বেচ্ছাসেবক মশিউর রহমান , মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ নুর উদ্দিন, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ কবির হোসেন প্রমূখ।

 

এসময় বক্তাগন বলেন, উপকার ভোগীদের উদ্দেশ্যে বলেন উপহার হিসেবে সেলাই মেশিনটি আপনারা যারা পাচ্ছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে সেলাই মেশিনের যেন যথাযথ ব্যবহার নিশ্চিত হয় এবং সেলাই মেশিন ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পরিবারের আয় বৃদ্ধির মাধ্যমে পরিবারের সকলকে নিয়ে সুখী সমৃদ্ধিভাবে জীবনযাপন করবেন এটাই আমাদের প্রত্যাশা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]