DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

DoinikAstha
জানুয়ারি ২৩, ২০২১ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ার লক্ষ্মীপুরা মহল্লায় এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে আরমান সরদার (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আরমান উপজেলার মধ্য ভান্ডারিয়া মহল্লার বাবুল সরদারের ছেলে।

দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মধ্য ভান্ডারিয়া মহল্লার বাবুল সরদারের ছেলে আরমান সরদার প্রতিবেশী ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে গত ১ জানুয়ারি রাতে তার বন্ধু লক্ষ্মীপুরা মহল্লার সজীব বেপারীর বাড়িতে নিয়ে যায়। সেখানে যুবক আরমান তাকে আটকে রেখে ধর্ষণ করে। লোক ও সমাজের ভয়ে মেয়েটি প্রথমে এ নির্যাতনের ঘটনা চেপে যায়। পরে বিষয়টি পরিবারে জানাজানি হলে বৃহস্পতিবার রাতে ছাত্রীটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর ধর্ষকের অপর সহযোগী পালিয়ে যায়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করা  হয়েছে। ভুক্তভোগী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]