পিরোজপুরে পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক সংস্কার কাজের উদ্বোধন
- আপডেট সময় : ১১:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ২২১৪ বার পড়া হয়েছে
পিরোজপুরে পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক সংস্কার কাজের উদ্বোধন
মোঃ তৈয়বুর রহমান/পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ ভবনের সংস্কার কাজের উদ্বোধন করেন, জেলা পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবনের অবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক ছিল। ফোর্স সদস্যদের বসবাসের জন্য ভবনটি একেবারেই অনুপযোগী হয়ে পড়েছিল। তাই আমি সদর দপ্তরে সংস্কারের জন্য বরাদ্দ চাই। সর্বশেষ ২ কোটি ৩৫ লক্ষ টাকা অনুমোদন পাই। সেই বরাদ্দ থেকে আজ তিনতলা ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজ শুরু হলো, যা সদস্যদের জন্য বসবাসযোগ্য ও আধুনিক সুবিধাসম্পন্ন করা হবে।”
তিনি আরও বলেন, “পুলিশ সদস্যদের জন্য আরামদায়ক ও নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আগামী পাঁচ বছরের মধ্যে এই পুরোনো ভবন ভেঙে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পাঁচতলা ভবন নির্মাণ করা হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন, সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, ডিআইও-১, পুলিশ লাইন্সের কর্মকর্তাবৃন্দ।
স্থানীয় পুলিশ সদস্যরা জানান, দীর্ঘদিনের কষ্টকর আবাসন পরিস্থিতির উন্নতি ঘটায় তারা অত্যন্ত আনন্দিত। সংস্কারকাজ শেষ হলে তারা আরও স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন।



















