ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পাহাড়ে সন্ত্রাসী কার্যকলাপ বাড়াতে টার্গেট সেনাবাহিনী Logo খাগড়াছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা প্রদানের প্রতিবাদে ঢাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল Logo একটি স্নাইপার বুলেটই যথেষ্ট: বাঙালি নেতাকে কেএনএফ-এর হুমকি! Logo খাগড়াছড়িতে নাশকতার পরিকল্পনা করছে ইউপিডিএফ Logo সামনে ঘোর অন্ধকার-আমরা ঘুমাচ্ছি Logo খাগড়াছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বাষিকী পালিত Logo কিশোরগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল Logo হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা Logo কিশোরগঞ্জ শহরে অটোরিকশার যানজট ও ফুটপাত দখল ভাঙতে মাঠে নামলেন ডিসি ফৌজিয়া খান Logo রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুলের শোক

পিরোজপুরে পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক সংস্কার কাজের উদ্বোধন

Astha DESK
  • আপডেট সময় : ১১:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২১৪ বার পড়া হয়েছে

পিরোজপুরে পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক সংস্কার কাজের উদ্বোধন

মোঃ তৈয়বুর রহমান/পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ ভবনের সংস্কার কাজের উদ্বোধন করেন, জেলা পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবনের অবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক ছিল। ফোর্স সদস্যদের বসবাসের জন্য ভবনটি একেবারেই অনুপযোগী হয়ে পড়েছিল। তাই আমি সদর দপ্তরে সংস্কারের জন্য বরাদ্দ চাই। সর্বশেষ ২ কোটি ৩৫ লক্ষ টাকা অনুমোদন পাই। সেই বরাদ্দ থেকে আজ তিনতলা ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজ শুরু হলো, যা সদস্যদের জন্য বসবাসযোগ্য ও আধুনিক সুবিধাসম্পন্ন করা হবে।”

তিনি আরও বলেন, “পুলিশ সদস্যদের জন্য আরামদায়ক ও নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আগামী পাঁচ বছরের মধ্যে এই পুরোনো ভবন ভেঙে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পাঁচতলা ভবন নির্মাণ করা হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন, সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, ডিআইও-১, পুলিশ লাইন্সের কর্মকর্তাবৃন্দ।

স্থানীয় পুলিশ সদস্যরা জানান, দীর্ঘদিনের কষ্টকর আবাসন পরিস্থিতির উন্নতি ঘটায় তারা অত্যন্ত আনন্দিত। সংস্কারকাজ শেষ হলে তারা আরও স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন।

ট্যাগস :

পিরোজপুরে পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক সংস্কার কাজের উদ্বোধন

আপডেট সময় : ১১:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

পিরোজপুরে পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক সংস্কার কাজের উদ্বোধন

মোঃ তৈয়বুর রহমান/পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ ভবনের সংস্কার কাজের উদ্বোধন করেন, জেলা পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবনের অবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক ছিল। ফোর্স সদস্যদের বসবাসের জন্য ভবনটি একেবারেই অনুপযোগী হয়ে পড়েছিল। তাই আমি সদর দপ্তরে সংস্কারের জন্য বরাদ্দ চাই। সর্বশেষ ২ কোটি ৩৫ লক্ষ টাকা অনুমোদন পাই। সেই বরাদ্দ থেকে আজ তিনতলা ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজ শুরু হলো, যা সদস্যদের জন্য বসবাসযোগ্য ও আধুনিক সুবিধাসম্পন্ন করা হবে।”

তিনি আরও বলেন, “পুলিশ সদস্যদের জন্য আরামদায়ক ও নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আগামী পাঁচ বছরের মধ্যে এই পুরোনো ভবন ভেঙে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পাঁচতলা ভবন নির্মাণ করা হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন, সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, ডিআইও-১, পুলিশ লাইন্সের কর্মকর্তাবৃন্দ।

স্থানীয় পুলিশ সদস্যরা জানান, দীর্ঘদিনের কষ্টকর আবাসন পরিস্থিতির উন্নতি ঘটায় তারা অত্যন্ত আনন্দিত। সংস্কারকাজ শেষ হলে তারা আরও স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন।