পীরগাছায় ঈদের জামা না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
- আপডেট সময় : ০৮:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১০৪৪ বার পড়া হয়েছে
রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃরংপুরের পীরগাছায় ঈদের জামা কিনে না দেওয়ায় মিশু আক্তার (১১) নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম।
নিহত মিশু আক্তার উপজেলার অন্নদানগর ইউনিয়নের পেটভাতা গ্রামের মৃত জয়নাল মিয়ার মেয়ে। সে স্থানীয় অন্নদানগর বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
[irp]
পুলিশ ও এলাকাবাসী জানান, মিশু গত কয়েক দিন থেকে ঈদের জন্য মায়ের কাছ থেকে একটি কিরণমালা জামা কিনে দেয়ার আবদার করে আসছিল।
কিন্তু তার মা জামা কিনে না দেয়ায় অভিমানে শনিবার বিকালে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওইদিন রাতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। পরে রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। তবে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



















