পুত্রবধূর নির্যাতনে শাশুড়ীসহ আহত-২
রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে আপন পুত্রবধূর মারপিটের আঘাতে শাশুড়ীসহ ২ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার ২৯ এপ্রিল) সকালে উপজেলার চতরা ইউনিয়নের বড় ভগবানপুর গ্রামে এ গঠনা ঘটে। এঘটনায় থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানাযায়, ঘটনার দিন সকাল বেলা মৃত সুধীর চন্দ্র বর্মন এর স্ত্রী অরুণ বালার ঘর থেকে ছেলে বিকাশ চন্দ্রর স্ত্রী অর্পনা রানী (২৫) জোরপূর্বক ধান বেড় করে নিয়ে যায়।
শাশুড়ী ধান নিতে নিষেধ করলে ছেলের বউ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। শাশুড়ী ছেলের বউকে গালিগালাজ বন্ধ করতে বললে, সে ক্ষিপ্ত হয়ে শাশুড়ীকে ঘরের ভিতর ঢুকে এলোপাতাড়ি মারপিটসহ ডানহাতের কয়েক স্থানে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে।
খবর পেয়ে বড় বোন সরলা বালা ছোট বোনকে উদ্ধার করতে গেলে তার মাথায় কামড় দিয়ে রক্তাক্ত করে। এতে দুই বোনই গুরুত্বর আহত হয়।
পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করে।
উল্লেখ অর্পনা রানী স্বামী বিকাশ চন্দ্রকে নিয়ে আলাদা সংসার করে এবং ইতিপূর্বেও শাশুড়ী অরুন বালাকে কয়েকবার মারপিট করে।এলাকার লোকজন এবং ইউপি সদস্য আপোষ করে দেয়।
এবিষয়টি নিয়ে শাশুড়ী অরুণ বালা চেলের বউ অর্পনা রানীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চতরা ইউনিয়ন বিট পুলিশ এর এসআই আবু বক্কর সিদ্দিক বলেন, তদন্ত করে সঠিক ব্যবস্থা নেয়া হবে।