ঢাকা ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চুয়াডাঙ্গা ট্রাকচালককে গুলি করে হত্যা চেষ্টা,আটক ১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় পূর্বশত্রুতার জের ধরে শাচ্চু শেখ (৪০) নামে এক ট্রাকচালক প্রকাশ্যে গুলি করেছেন হামলাকারীরা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শাচ্চু পৌর এলাকার মাঝেরপাড়ার মৃত আরফিন শেখের ছেলে।

চালক শাচ্চুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার এক ঘণ্টার মধ্যে হামলাকারী বাকের আলীকে গুলিসহ আটক করেছে পুলিশ।

পুলিশ বলছে, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাচ্চু শেখকে গুলি করে দুই ভাই বাকের ও সাকের। বাকেরের সহযোগী সাকের পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে বাস টার্মিনাল এলাকার একটি গ্যারেজে কাজ করছিল ট্রাকচালক শাচ্চু শেখ। এ সময় সাকের ও বাকের শাচ্চু শেখকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা তর্কে জড়িয়ে পড়েন। পরে কিছু বুঝে ওঠার আগেই শাচ্চুকে গুলি করে বাকের। এতে শাচ্চুর বা দিকে পেটে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

ভুট্টাখেত থেকে হামলাকারী বাকের আলীকে গুলিসহ আটক করে পুলিশ

এদিকে ঘটনাস্থলের পাশেই হামলাকারীরা একটি ভুট্টাখেতে লুকিয়ে আছে এমন সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এক ঘণ্টা অভিযান চালিয়ে ভুট্টাখেত থেকে বাকেরকে আটক করে পুলিশ।সাকের পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে হামলায় ব্যবহৃত ম্যাগাজিন ভর্তি ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক বাকের শহরতলীর নুরনগর বাগানপাড়া এলাকার মৃত সুসাহেব আলীর ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র কনসাল্টেন্ট (সার্জারি) ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, শাচ্চু শেখের বাম পাশের তলপেটে গুলি লেগেছে। গুলিটি তার শরীরের ভেতরেই আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, শনিবার বিকেলে বাস টার্মিনালে প্রকাশ্যে গুলি করা হয় শাচ্চুকে। হামলাকারী বাকেরকে আটক করেছি। তারই সহযোগী সাকেরকে ধরতে অভিযান চলছে। মূলত স্থানীয়ভাবে টাকা দেনা পাওনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, গুলির ঘটনার সাথে দুই ভাই বাকের ও সাকেরের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে বাকেরকে আটক করা হয়। তার কাছ থেকে ম্যাগজিনভর্তি ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পিস্তলটি উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

ট্যাগস :

চুয়াডাঙ্গা ট্রাকচালককে গুলি করে হত্যা চেষ্টা,আটক ১

আপডেট সময় : ১২:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১

জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় পূর্বশত্রুতার জের ধরে শাচ্চু শেখ (৪০) নামে এক ট্রাকচালক প্রকাশ্যে গুলি করেছেন হামলাকারীরা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শাচ্চু পৌর এলাকার মাঝেরপাড়ার মৃত আরফিন শেখের ছেলে।

চালক শাচ্চুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার এক ঘণ্টার মধ্যে হামলাকারী বাকের আলীকে গুলিসহ আটক করেছে পুলিশ।

পুলিশ বলছে, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাচ্চু শেখকে গুলি করে দুই ভাই বাকের ও সাকের। বাকেরের সহযোগী সাকের পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে বাস টার্মিনাল এলাকার একটি গ্যারেজে কাজ করছিল ট্রাকচালক শাচ্চু শেখ। এ সময় সাকের ও বাকের শাচ্চু শেখকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা তর্কে জড়িয়ে পড়েন। পরে কিছু বুঝে ওঠার আগেই শাচ্চুকে গুলি করে বাকের। এতে শাচ্চুর বা দিকে পেটে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

ভুট্টাখেত থেকে হামলাকারী বাকের আলীকে গুলিসহ আটক করে পুলিশ

এদিকে ঘটনাস্থলের পাশেই হামলাকারীরা একটি ভুট্টাখেতে লুকিয়ে আছে এমন সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এক ঘণ্টা অভিযান চালিয়ে ভুট্টাখেত থেকে বাকেরকে আটক করে পুলিশ।সাকের পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে হামলায় ব্যবহৃত ম্যাগাজিন ভর্তি ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক বাকের শহরতলীর নুরনগর বাগানপাড়া এলাকার মৃত সুসাহেব আলীর ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র কনসাল্টেন্ট (সার্জারি) ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, শাচ্চু শেখের বাম পাশের তলপেটে গুলি লেগেছে। গুলিটি তার শরীরের ভেতরেই আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, শনিবার বিকেলে বাস টার্মিনালে প্রকাশ্যে গুলি করা হয় শাচ্চুকে। হামলাকারী বাকেরকে আটক করেছি। তারই সহযোগী সাকেরকে ধরতে অভিযান চলছে। মূলত স্থানীয়ভাবে টাকা দেনা পাওনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, গুলির ঘটনার সাথে দুই ভাই বাকের ও সাকেরের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে বাকেরকে আটক করা হয়। তার কাছ থেকে ম্যাগজিনভর্তি ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পিস্তলটি উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।