পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, তার স্ত্রী এবং ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে স্বপন ভট্টাচার্য ও তার স্ত্রীকে ঢাকা সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) ভর্তি করা হয়েছে। প্রতিমন্ত্রীর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার একমাত্র ছেলে বর্তমানে বাসায় হোম কোরারেন্টাইনে চিকিৎসাধীন।
মানসিক রোগ বিশেষজ্ঞদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত সপ্তাহে নমুনা পরীক্ষার রিপোর্টে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, তার স্ত্রী যশোর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য এবং তাদের একমাত্র ছেলে সুপ্রিয় ভট্টচার্য শুভর করোনা পজিটিভ আসে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।