ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম বলেই উইকেট, ২২৭ রানে থামল জিম্বাবুয়ে

Rayhan Zaman
  • আপডেট সময় : ১০:২৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ১১৮৭ বার পড়া হয়েছে

দ্বিতীয় দিন জিম্বাবুয়ের ইনিংস স্থায়ী হলো কেবল এক বল। দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে দিলেন তাইজুল ইসলাম।

বাঁহাতি স্পিনারের তীক্ষ্ণ বাঁক নিয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন মুজারাবানি। ঠিকমতো পারেননি, ব‍্যাটের কানা ছুঁয়ে ক‍্যাচ যায় কিপার জাকের আলির গ্লাভসে।

আম্পায়ার কট বিহাইন্ডের জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। আল্ট্রাএজে মেলে বলে ব‍্যাটের স্পর্শ থাকার প্রমাণ। শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস।

১৬ বলে ২ রান করেন মুজারাবানি। ৫৯ বলে ১৮ রানে অপরাজিত থেকে যান টাফাডজোয়া সিগা।

৬০ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার তাইজুল।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে ১ম ইনিংস : (আগের দিন ২২৭/৯) ৯০.১ ওভারে ২২৭ (সিগা ১৮*, মুজারাবানি ২; হাসান ১০-৩-২৪-০, তানজিম ১০-০-৪৯-১, মিরাজ ২১-৭-৪৪-০, তাইজুল ২৭.১-৬-৬০-৬, নাঈম ২০-৯-৪২-২, মুমিনুল ২-০-২-০)

ট্যাগস :

প্রথম বলেই উইকেট, ২২৭ রানে থামল জিম্বাবুয়ে

আপডেট সময় : ১০:২৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

দ্বিতীয় দিন জিম্বাবুয়ের ইনিংস স্থায়ী হলো কেবল এক বল। দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে দিলেন তাইজুল ইসলাম।

বাঁহাতি স্পিনারের তীক্ষ্ণ বাঁক নিয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন মুজারাবানি। ঠিকমতো পারেননি, ব‍্যাটের কানা ছুঁয়ে ক‍্যাচ যায় কিপার জাকের আলির গ্লাভসে।

আম্পায়ার কট বিহাইন্ডের জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। আল্ট্রাএজে মেলে বলে ব‍্যাটের স্পর্শ থাকার প্রমাণ। শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস।

১৬ বলে ২ রান করেন মুজারাবানি। ৫৯ বলে ১৮ রানে অপরাজিত থেকে যান টাফাডজোয়া সিগা।

৬০ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার তাইজুল।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে ১ম ইনিংস : (আগের দিন ২২৭/৯) ৯০.১ ওভারে ২২৭ (সিগা ১৮*, মুজারাবানি ২; হাসান ১০-৩-২৪-০, তানজিম ১০-০-৪৯-১, মিরাজ ২১-৭-৪৪-০, তাইজুল ২৭.১-৬-৬০-৬, নাঈম ২০-৯-৪২-২, মুমিনুল ২-০-২-০)