প্রধানমন্ত্রীর জন্মদিনে বিরোধীদলীয় নেত্রীর শুভেচ্ছা
- আপডেট সময় : ০৭:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ১০৫৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) লিখিতভাবে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।
শিক্ষার্থীরা ঢাবি ছাত্রলীগ সভাপতিকে ক্যাম্পাসে দেখতে চায় না : ছাত্র ইউনিয়ন
তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আপনার ৭৪তম জন্মদিবসের শুভলগ্নে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। মেধা-মনন, কঠোর পরিশ্রম, সাহস, ধৈৰ্য, দেশপ্রেম ও ত্যাগের আদর্শে গড়ে উঠেছে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব।’
জন্মদিনের শুভেচ্ছা বার্তায় রওশন এরশাদ প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো আপনার দূরদৃষ্টি, দেশপ্রেম ও বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন আপনি। আপনি এখন দেশ ও জাতির ভরসাস্থল। মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাকে সুস্থ- কর্মক্ষম দীর্ঘজীবন দান করেন।’
‘আপনার সর্বাঙ্গীণ মঙ্গল ও কল্যাণ কামনায়….।’
উল্লেখ্য, আজ (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন।
বাংলাদেশের সরকারপ্রধানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এছাড়া দলীয় নেতাকর্মীসহ দেশ-বিদেশের রাজনৈতিক দল ও নেতারা শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানান।