প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) লিখিতভাবে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।
শিক্ষার্থীরা ঢাবি ছাত্রলীগ সভাপতিকে ক্যাম্পাসে দেখতে চায় না : ছাত্র ইউনিয়ন
তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আপনার ৭৪তম জন্মদিবসের শুভলগ্নে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। মেধা-মনন, কঠোর পরিশ্রম, সাহস, ধৈৰ্য, দেশপ্রেম ও ত্যাগের আদর্শে গড়ে উঠেছে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব।’
জন্মদিনের শুভেচ্ছা বার্তায় রওশন এরশাদ প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো আপনার দূরদৃষ্টি, দেশপ্রেম ও বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন আপনি। আপনি এখন দেশ ও জাতির ভরসাস্থল। মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাকে সুস্থ- কর্মক্ষম দীর্ঘজীবন দান করেন।’
‘আপনার সর্বাঙ্গীণ মঙ্গল ও কল্যাণ কামনায়….।’
উল্লেখ্য, আজ (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন।
বাংলাদেশের সরকারপ্রধানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এছাড়া দলীয় নেতাকর্মীসহ দেশ-বিদেশের রাজনৈতিক দল ও নেতারা শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানান।