প্রবারণা পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে ১ টাকার বাজার!
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
আসন্ন প্রবারণা পূর্ণিমা উৎসবকে সামনে রেখে খাগড়াছড়িতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে “১ টাকায় প্রবারণার বাজার” নামে কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আসন্ন প্রবারণা পূর্ণিমা উৎসবকে সামনে রেখে মঙ্গলবার (১৫ অক্টোবর/২৪) সকাল ১১ টায় খাগড়াছড়ির অরুণিমা কমিউনিটি সেন্টারে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ১ টাকায় প্রবারণার বাজার” নামে কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের স্লোগান ছিল “সবাই মিলে উৎসব, সবাইকে নিয়ে বাংলাদেশ।
আনুষ্ঠানিক ভাবে ১ টাকায় প্রবারণার বাজারের উদ্বোধন করেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
দিনব্যাপীর অনুষ্ঠানে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক শিশু, মহিলা ও বৃদ্ধ মানুষ অংশগ্রহণ করেন এবং এক টাকার বিনিময়ে নতুন কাপড় কিনেছেন ও পরিবারের জন্য বাজার করেছেন।
কর্মসূচি চলাকালে দেখা যায়, সুপার শপের মতো চাল, ডাল, চিনি, নারকেল, সুজি ,ডিম, তেল সহ প্রায় ১৯ রকমের পণ্য দিয়ে সাজানো ছিল পুরো হল। প্রতিটি আইটেমের দাম মাত্র ১ টাকা! এই সুপারশপে প্রতি পরিবারের দুই জনের জন্য এক টাকা দিয়ে নতুন কাপড় কেনার ব্যবস্থা যেমন ছিল তেমনি ১ টাকা দিয়ে আরো ৫ টি যেকোনো পণ্য বাছাই করে কিনে নেয়ার ব্যবস্থা ছিল।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, বিদ্যানন্দের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন, বিদ্যানন্দের সমন্বয়ক মোঃ মোবারক প্রমূখ।