DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৯ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ৯ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

প্রার্থী জয়ী হলেও মেনে নিতে হবে’

DoinikAstha
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ

বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত একজন কাউন্সিলর পদে জয়লাভ করেছেন- এমন কথা জেনে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জনগণ চাইলে বিএনপির প্রার্থী জয়ী হলেও মেনে নিতে হবে। জনগণের ভোটকে মূল্যায়ন করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া নবনির্বাচিত পৌর পরিষদ সোমবার রাতে আইনমন্ত্রীর সঙ্গে ঢাকার গুলশান কার্যালয়ে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. বাহার মিয়া ১৪ ফেব্রুয়ারি হওয়া ভোটে কাউন্সিলর পদে জিতেছেন জানানো হলে তিনি উপস্থিত সবার উদ্দেশে এ কথা বলেন। পাশাপাশি জনগণ কষ্ট করে এসে ভোট দেওয়ার এখন নির্বাচিতরা যেন সেই মূল্যায়নটা করে সে বিষয়েও তিনি দিকনির্দেশনা দেন।

এ সময় নবনির্বাচিত মেয়র ও টানা তিনবার জয়ী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. তাকজিল খলিফা কাজলকে উদ্দেশ করে বলেন, আমি চাই কসবা ও আখাউড়া (নিজের নির্বাচিত এলাকা) মডেল পৌরসভা হয়ে উঠুক। এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]