প্রেসক্লাব রামপাল এর এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রেসক্লাব রামপালের কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এম, এ সবুর রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সহসভাপতি মো. কবির আকবর পিন্টু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোল্লা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত তথ্য ও ক্রীড়া সম্পাদক লায়লা সুলতানা, সদস্য এইচ. আমিনুল হক নান্টু, মো.রেজাউল ইসলাম, আবু নাঈম গাজী, মুর্শিদা পারভীন, হারুন শেখ, সুখময় ব্রক্ষ, শেখ সাগর আহম্মেদ ও তুহিন মোল্লা প্রমুখ। সভায় সভাপতি এম. এ সবুর রানা বলেন, প্রেসক্লাব রামপাল একটি অরাজনৈতিক ও গণতান্ত্রিক সংগঠন। এখানে সত্যর হাত ধরে পথচলতে হবে। আমরা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর কাছে মাথা নত করবো না। সবাইকে সত্য ও ন্যায়ের সাথে কাজ করতে হবে। আমরা শুধু নামে সাংবাদিকতা করবো না বরং কাজের মাধ্যমে নিজেদের আত্মপরিচয় দিতে হবে। পাশাপাশি ক্লাবটিকে আরো উন্নতি ও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি সভায় সবার সম্মতিক্রমে ক্লাবের বিধি বহির্ভূত কার্যকলাপের জন্য ৩ জন সদস্যকে অব্যাহতি প্রদান করা হয়। এছাড়াও সভায় প্রেসক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।