বিসিবি প্রেসিডেন্টস কাপের লড়াই দিয়ে করোনা পরবর্তী সময়ে ফের শুরু হয়েছে টাইগারদের মাঠের ক্রিকেট। তিন দলের এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নাজমুল একাদশ। দুই দল মাঠে নামার কিছুক্ষণ পরই শুরু হয়েছে বৃষ্টি। ফলে বন্ধ রয়েছে খেলা।
বৃষ্টি আসার আগে মোট ৩ ওভার খেলা হয়েছে। কোনো উইকেট না হারিয়ে মাহমুদউল্লাহ একাদশের সংগ্রহ ১৭ রান। দুই ওপেনার লিটন দাস , নাঈম শেখ অপরাজিত আছেন যথাক্রমে ৭ ও ৯ রানে।
টস জিতে ফিল্ডিংয়ে শান্ত একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত ছাড়া টুর্নামেন্টের অপর দলের অধিনায়ক তামিম ইকবাল। প্রত্যেক ক্রিকেটার কমপক্ষে দুটি করে ম্যাচ খেলবে এমন শর্ত দিয়ে প্রতিটি দলের স্কোয়াডে ১৫ জন করে ক্রিকেটার রাখা হয়েছে।
দিবা-রাত্রির এ টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে মোট দুটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলকে নিয়ে হবে টুর্নামেন্টের ফাইনাল।
মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।
নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান সুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।