মেহেদি হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে ৩১ ডিসেম্বর সকাল ১০টায় আইন শৃংখলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠাে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকিরহাট সহকারি কমিশনার (ভূ‚মি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, এস এম আবুল হোসেন, মো: রেজাউল করিম ফকির, কাজি মো: মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, মো: শহিদুল ইসলাম, মো: ইউনুস আলী শেখ প্রমূখ।
এসময় উপজেলা প্রকৌশলী এম এম এ বকর, কৃষি অফিসার মো: নাসরুল মিল্লাত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাঈদা দিলরুবা সুলতানা সমবায় অফিসার মিলন কুমার দাশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন সহ বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
আরো জানুন……………
খাগড়াছড়ি জেলার গুইমারাতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক শহীদ উল্লাহকে লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে গুইমারার ছনখলা উতুলপাড়াতে অভিযান চালায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। এ সময় এস্কোবেটর চালকসহ ৩টি মিনিট্রাকের চালক পালিয়ে যায়।
বাকি মিনিট্রাক গুলো মাটিভর্তি অবস্থায় পাওয়া যায়। মাটিভর্তি ২টি মিনিট্রাক আটক করে অনুমতি বিহীন মাটি কেটে ইট ভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ক-উপধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার ওসি তদন্ত শফিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবের চলমান আছে এবং থাকবে।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক (ইউপিডিএফ গণতান্ত্রিক) এর উদ্যোগে পানছড়িতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় ৫নং উল্টাছড়ি ইউপির সুতাকর্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়। ইউপিডিএফ পানছড়ি এর সমন্বয়ক দীপন আলো চাকমার নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কারবারি ও ইউপিডিএফ-এর নেতাকর্মীগণ। ইউনিয়নটির দুই শতাধিক অসহায়, গরীব, নিরীহ,দুস্থ ও বিধবা এর মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।