DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ফজলুপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

Ellias Hossain
মার্চ ১৬, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফজলুপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে চলছে
ভোটগ্রহণ

 

ওমর ফারুক রনি/গাইবান্ধা প্রতিনিধিঃ

 

স্থানীয় সরকার নির্বাচনের গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮ টার থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত। নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সফল করতে স্থানীয় প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

 

উপজেলার ফজলুপুর ইউনিয়নে মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। নির্বাচনী দায়িত্ব পালন করছেন ১ জন রিটানিং অফিসার,সহ-প্রিজাইডিং অফিসার ৯জন ও পোলিং অফিসার ৮৮ জন। ফজলুপুর ইউনিয়নের কেন্দ্রগুলোতে শান্তি -শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, গ্রাম পুলিশসহ সার্বক্ষণিক ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস।

 

ফুলছড়ি উপজেলায় ফজলুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারন সদস্য পদে ৩৫জন এবং সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছেন।

উপজেলার সাতটি ইউনিয়নে ভোটার রয়েছেন ১৪ হাজার ১২জন। এদের মধ্যে পুরুষ ৭ হাজার ১৬জন এবং নারী ৬ হাজার ৯’৯৬ জন। প্রতিটি ভোট কেন্দ্রে আনসার সদস্যদের পাশাপাশি দু’জন পুলিশ কর্মকর্তাসহ ২৯ জন পুলিশ মোতায়েন আছেন।

উপজেলা নির্বাচন ও রির্টানিং অফিসার আলী হোসেন জানান, নির্বাচন সুষ্ট ও সফল ভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শান্তিপুর্নভাবে ভোট গ্রহণ চলছে। পুলিশের মোবাইল টিমের পাশাপাশি ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রিট দায়িত্বে রয়েছেন। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য আহবান জানিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬