ফরাসি ব্যঙ্গাত্মক সংবাদপত্র অফিসের কাছে ছুরি হামলা, আহত ৪
- আপডেট সময় : ০৬:৩৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / ১০৪৩ বার পড়া হয়েছে
ফরাসি ব্যঙ্গাত্মক সংবাদপত্র শার্লি হেবদোর পুরানো অফিসের কাছে ছুরি হামালায় অন্তত ৪ জন আহত হয়েছে। যাদের মধ্যে দু‘জনের অবস্থা আশঙ্কাজনক। দুই হামলাকারীর মধ্যে একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্যাসেক্স ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কনডম জালিয়াতি: ৩ লাখের বেশি ব্যবহৃত কনডমসহ নারী আটক
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীদের ধরতে শার্লি হেবদোর অফিসসহ পুরো এলাকা ঘিরে ফেলা রয়েছে। উদ্ধার করা হয়েছে হামলাকারীদের একটি ব্যাগ।
পুলিশ সূত্র রয়টার্সকে জানায়, আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
২০১৫ সালে শার্লি হেবদোর অফিসে হামলার ঘটনা ঘটে। নিহত হয় ১২ জন। এ ঘটনায় ১৪ জনকে সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত করা হয়। তিন সপ্তাহে আগে তাদের মধ্যে ১২ জনের বিচার শুরু হয় ফ্রান্সের আদালতে।
আদালতের শুনানিতে অভিযুক্তরা জানান, মহানবীকে অপমান করে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের প্রতিশোধ নিতে তারা শার্লি হেবদোর কার্যালয়ে হামলা চালিয়েছে।