ফরিদপুরতে এতই পরিবারের ৩জন নিহত
- আপডেট সময় : ০৫:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৯৫ বার পড়া হয়েছে
ফরিদপুরতে এতই পরিবারের ৩জন নিহত
স্টাফ রিপোর্টারঃ
পাবনার ফরিদপুর উপজেলার চকচকিয়া এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংর্ঘষে একই পরিবাররর ৩জন নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ওসি হাসনাত জামান।
নিহতরা হলেন, চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে সোহেল রানা (২৮), তার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও তার মেয়ে সুমাইয়া (৬)।
এ বিষয়ে ফরিদপুর থানার ওসি হাসনাত জামান বলেন, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে চড়ে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়।
তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ড্রাইভার পালাতক রয়েছে।