ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বার গৃহবধূর মৃত্যু
মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুমা বিশ্বাস (২৬) নামে একজন অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রুমা বিশ্বাস রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামে। তিনি ওই ইউনিয়নের পারুলিয়া গ্রামের স্বর্ণ ব্যবসায়ী লিটন ঘোষের স্ত্রী। এ নিয়ে এবছর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত এ পর্যন্ত দু’জন রোগীর মৃত্যু হয়েছে।
লিটন ঘোষ বলেন, তার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত রোববার (২৩ জুলাই) রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে তার ডেঙ্গু শনাক্ত হয়। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। কিন্ত ওইদিন বিকেলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে দ্রুত ফরিদপুর নিয়ে যাওয়ার কথা বলেন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী রুমার মৃত্যু হয় বলে জানান।
ডেঙ্গু রোগী গৃবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. দীপক কুমার বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে ওই রোগীকে তার স্বজনেরা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩০ জন রোগী ভর্তি ও বর্তমানে হাসপাতালে ১২৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান।
জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২৫ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তিসহ নতুন করে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৫৯ জন।