ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আরও এক নারীর মৃত্যু
মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত আরও একজন নারী রোগীর মৃত্যু হয়েছে। নিহত ওই রোগীর নাম ফরিদা বেগম (৫৫)। তিনি জেলার মধুখালী উপজেলার বনমালিদিয়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী। গতকাল রোববার ভোর রাতে তিনি মারা যান।
ডেঙ্গুতে রোগীর মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ এনামুল হক।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফরিদপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন নারীসহ এনিয়ে ডেঙ্গু জ্বরে মত পাঁচজনের মৃত্যু হয়েছে। মেডিকেল সুত্র জানায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৪ আগস্ট ফরিদা বেগম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় জেলা ও উপজেলা পর্যায়ের সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু জ্বর নিয়ে বেশ কিছুটা আতংক বিরাজ করছে বলে অভিমত সাধারণ মানুষের। তবে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরিভাবে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা থাকায় প্রতিদিন সেখানে রোগীদের পর্যাপ্ত সেবার ব্যবস্থায় থাকায় সকল বয়সের মানুষ সেবা গ্রহণ করতে পারছেন বলে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ৮৯ জন ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ২৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।