আজ ফুটবলের রাজা পেলের জন্মদিন। ১৯৪০ সালের ২৩ অক্টোবর এ পৃথিবীর আলো-বাতাসে আসেন তিনি। পেলের পুরো নাম এডসন আরান্টেস ডো নাসিমেনটো। পেলের বাবা ডনডিনহো ছিলেন ফুটবলার। বাবার ফুটবল আদর্শে বড় হন পেলে। বাবা হাসপাতাল ও মা অন্য বাড়িতে কাজ করতেন।
দরিদ্রতার মধ্যেই বেড়ে ওঠেন পেলে। পেলে খেলোয়াড়ি জীবনে অনেক অর্জন পেয়েছেন। তবে বাবার একটি রেকর্ড ভাঙতে পারেননি। আর সেটি হলো এক ম্যাচে পেলের বাবার ৫ গোল রয়েছে। যেটি পেলে ভাঙতে পারেননি। পেলে ১৯৫৮ সালে প্রথম বিশ্বকাপ জেতেন। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন পেলে সান্তোস ও নিউইয়র্ক কসমসে খেলেছেন।
১৯৫০ সালের বিশ্বকাপে পেলে বেশ ছোট। রেডিওতে ফাইনালের ধারাভাষ্য শুনছিলেন তার বাবা। মারাকানা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে যায় ব্রাজিল। পেলের বাবা খুব দুঃখ পেয়েছিলেন। পেলে বাবাকে সেদিন কথা দেন, বিশ্বকাপ তিনি ব্রাজিলের মাটিতে নিয়ে আসবেন। ১৯৫৮ সালে কিশোর পেলে ব্রাজিলকে বিশ্বকাপ জেতান। এর পর আরও দুবার তার নৈপুণ্যে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল।