ফুলছড়ি উপজেলাকে মিনি সিঙ্গাপুর করা হবে-রিপন
ওমর ফারুক রনি/গাইবান্ধা প্রতিনিধিঃ
আগামীতে নির্বাচিত হতে পারলে ফুলছড়ির চরাঞ্চল এলাকা গুলো কে নদী ভাঙ্গন কবলিত থেকে রক্ষা করে এই উপজেলাকে মিনি সিঙ্গাপুরে পরিনত করব। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তাই বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ২০১৪ সালের মতো হরতাল অবরোধ দিয়ে নৈরাজ্য তৈরি করার চেষ্টা করছে। তাদের নৈরাজ্য দমন করতে আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
আজ বুধবার (৮ নভেম্বর) ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে ফুলছড়ি উপজেলা চত্বরে সন্ত্রাস জঙ্গিবাদ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ইমাম মোয়াজ্জেমদের নিয়ে শীর্ষ আলোচনা সভায় গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন এসব কথা বলেন।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইমাম ও মোয়াজ্জেমগন।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ এ্যাড নুরুল আমিন সরকার, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সেলিম পারভেজ প্রমুখ।