ফুলবাড়িয়ায় ইউনিয়ন ও পৌরসভার সদস্যদের নিয়ে জামায়াতের নির্বাচনী কর্মশালা
- আপডেট সময় : ০৯:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ১২৩২ বার পড়া হয়েছে
ফুলবাড়িয়ায় ইউনিয়ন ও পৌরসভার সদস্যদের নিয়ে জামায়াতের নির্বাচনী কর্মশালা
মোঃ হাবিব/ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে নির্বাচনী কর্মশালা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে পৌর শহরের নোঙ্গর কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে আমীর মাওলানা মোঃ ফজলুল হক শামীমের সভাপতিত্বে ও আঃ রাজ্জাকের সঞ্চালিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব।
এছাড়াও বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আমীর আব্দুল করিম, নায়েবে আমীর অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি মোঃ মাহবুবুর রশিদ ফরাজি, উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ আঃ রাজ্জাক, কর্ম পরিষদ সদস্য আব্দুল মজিদ, পৌর আমির মাওলানা আব্দুল খালেকসহ জেলা, উপজেলা নেতৃবৃন্দরা।