ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কাঁঠালিয়ায় গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশির লিফলেট বিতরণ Logo পানছড়িতে জামায়াতের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত Logo ঝালকাঠি-১ আসনে বিএনপি নেতা সেলিম রেজার জনপ্রিয়তা বেড়েছে Logo কিশোরগঞ্জে সুপারি চুরি করতে গিয়ে গাছ ভেঙে চোরের মৃত্যু Logo মানবতার ডাক’-এর মহতী উদ্যোগ: মরণ ফাঁদ রাস্তায় ফেরালো জীবনের চলাচল Logo গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরাইলকে নির্দেশ জাতিসংঘ আদালতের Logo মাটিরাঙ্গায় গনধর্ষণের শিকার কিশোরী: আটক-২ Logo শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাহাড়ে কাজ করছে বিজিবি Logo ন্যায্য দাবি আদায়ে দীঘিনালায় এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি Logo শিক্ষকদের বাড়িভাড়া ভাতা হবে মোট ১৫ শতাংশ, দুই ধাপে দেওয়া হবে

ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিক পরিবারের উপর হামলা, আটক-১

Astha DESK
  • আপডেট সময় : ০৭:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ২১৫৮ বার পড়া হয়েছে

ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিক পরিবারের উপর হামলা, আটক-১

মোঃ হাবিব/ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ফুলবাড়িয়া প্রতিদিন ডটকমের সম্পাদক ড. জাহাঙ্গীর আলম (৩২) কে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মারুফ নামের একজনকে গ্রেপ্তার করেছে।

গত (৭ আগস্ট) বৃহস্পতিবার সকালে ফুলবাড়িয়া উপজেলার বরুকা মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ীতে তিনি হামলার শিকার হন। তাকে দাঁড়ালো দা দিয়ে মাথায় পায়ে কুপিয়েছে, এছাড়া রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থান থেতলে দিয়েছে।

এ সময় তার বাবা আব্দুল কদ্দুছ,মা রোকেয়া বেগম ও ভাই রানা মন্ডল তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও নৃশংসহভাবে কুপিয়েছে উশৃঙ্খল যুবকরা।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে তার বাবা ও মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।।

সাংবাদিক জাহাঙ্গীর আলম ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বরুকা গ্রামের আ. কদ্দুছের ছেলে সাংবাদিক ডক্টর জাহাঙ্গীর আলমদের সাথে প্রতিবেশি সোরহাব আলী গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল।

গত বৃহস্পতিবার সকালে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে গিয়ে হামলা করে সোহরাব আলী গংরা।

এঘটনায় বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর আলম বাদী হয়ে এজাহার নামীয় ৮ জন ও অজ্ঞাত ৪ জনকে আসামী করে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলা নাং ০৩/২৫, শুক্রবার সকালে পুলিশ মারুফ নামের ১ জনকে গ্রেপ্তার করে।

সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, যারা আমাদের উপর হামলা করেছে তারা এলাকায় গোন্ডা প্রকৃতির লোক। তারা গ্রামের অন্যের ঝগড়া কিনে নিয়ে ঝগড়া করে। আমাদের চাচাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। কিন্তু তারা আমার বাড়িতে এসে দেশিয় দাড়ালো অস্ত্রসস্ত্র নিয়ে আমিসহ আমার বাবা, মা ও ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।

প্রতিপক্ষ মোঃ শহিদুল্লাহ দাবী করেন, সাংবাদিকের পরিবারের লোকজন আমাদের উপর হামলা করলে মারামারির ঘটনায় উভয় পক্ষই আহত হয়েছেন।

ফুলবাড়িয়া থানার ওসি মোহা. রুকনুজ্জামান বলেন, পূর্ব বিরোধের জের ধরেই সাংবাদিকসহ তার পরিবারে উপর হামলা করা হয়েছে। এঘটনায় রাতে অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকায় একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস :

ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিক পরিবারের উপর হামলা, আটক-১

আপডেট সময় : ০৭:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিক পরিবারের উপর হামলা, আটক-১

মোঃ হাবিব/ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ফুলবাড়িয়া প্রতিদিন ডটকমের সম্পাদক ড. জাহাঙ্গীর আলম (৩২) কে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মারুফ নামের একজনকে গ্রেপ্তার করেছে।

গত (৭ আগস্ট) বৃহস্পতিবার সকালে ফুলবাড়িয়া উপজেলার বরুকা মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ীতে তিনি হামলার শিকার হন। তাকে দাঁড়ালো দা দিয়ে মাথায় পায়ে কুপিয়েছে, এছাড়া রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থান থেতলে দিয়েছে।

এ সময় তার বাবা আব্দুল কদ্দুছ,মা রোকেয়া বেগম ও ভাই রানা মন্ডল তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও নৃশংসহভাবে কুপিয়েছে উশৃঙ্খল যুবকরা।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে তার বাবা ও মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।।

সাংবাদিক জাহাঙ্গীর আলম ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বরুকা গ্রামের আ. কদ্দুছের ছেলে সাংবাদিক ডক্টর জাহাঙ্গীর আলমদের সাথে প্রতিবেশি সোরহাব আলী গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল।

গত বৃহস্পতিবার সকালে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে গিয়ে হামলা করে সোহরাব আলী গংরা।

এঘটনায় বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর আলম বাদী হয়ে এজাহার নামীয় ৮ জন ও অজ্ঞাত ৪ জনকে আসামী করে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলা নাং ০৩/২৫, শুক্রবার সকালে পুলিশ মারুফ নামের ১ জনকে গ্রেপ্তার করে।

সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, যারা আমাদের উপর হামলা করেছে তারা এলাকায় গোন্ডা প্রকৃতির লোক। তারা গ্রামের অন্যের ঝগড়া কিনে নিয়ে ঝগড়া করে। আমাদের চাচাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। কিন্তু তারা আমার বাড়িতে এসে দেশিয় দাড়ালো অস্ত্রসস্ত্র নিয়ে আমিসহ আমার বাবা, মা ও ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।

প্রতিপক্ষ মোঃ শহিদুল্লাহ দাবী করেন, সাংবাদিকের পরিবারের লোকজন আমাদের উপর হামলা করলে মারামারির ঘটনায় উভয় পক্ষই আহত হয়েছেন।

ফুলবাড়িয়া থানার ওসি মোহা. রুকনুজ্জামান বলেন, পূর্ব বিরোধের জের ধরেই সাংবাদিকসহ তার পরিবারে উপর হামলা করা হয়েছে। এঘটনায় রাতে অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকায় একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।