ফুলবাড়ীয়ায় জামায়াতের উদ্যোগে রাস্তা সংস্কার
মোঃ হাবিব/ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
জামায়াতে ইসলামী বাংলাদেশ ফুলবাড়ীয়া উপজেলা শাখার উদ্যোগে ফুলবাড়ীয়া টু রাধাকানাই রোড দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো রাস্তা সংস্কারের কাজ।
আজ মঙ্গলবার বিকেলে রাস্তার সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন।
রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার কারণে তীব্র ভোগান্তিতে ছিলো পথচারীরা। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটতো বলে জানিয়েছেন স্থানীয়রা। এমতাবস্থায় প্রশাসনের কেউ রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি। অবশেষে জামায়াতে ইসলামী সংস্কার কাজে এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান উপকারভোগীরা।
জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, চলাচলের অনুপযোগী এ রাস্তাটি মেরামতে বিভিন্ন সময়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সেটি প্রলম্বিত হওয়ায় উপজেলা জামায়াতে ইসলামী আপাতত সংস্কারের উদ্যোগ নিয়েছে। এসময় তিনি রাস্তাটি স্থায়ী সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।