DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়িতে বীর মুক্তিযোদ্ধা মোত্তালেব মণ্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Astha Desk
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়িতে বীর মুক্তিযোদ্ধা মোত্তালেব মণ্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও উত্তর শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোত্তালেব মণ্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের সোলাকুড়ি গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

বার্ধক্যজনিত কারণে এদিন ভোরে উপজেলার শোলাকুড়িতে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোত্তালেব মন্ডল চাকরিকালে উপজেলায় কয়েকবার এবং জেলায় একবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।

মোত্তালেব মণ্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকার্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল কামাহ্ তমাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, এছারউদ্দিন, আব্দুল জলিল, ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান, এলুয়াড়ি ইউপি চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮