ফুলবাড়ীয়ায় আব্দুর রাজ্জাককে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা
মোঃ হাবিব/ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের র্পূণাঙ্গ কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত করায় বীরমুক্তিযাদ্ধা এড. আব্দুর রাজ্জাককে সংর্বধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (১৪ অক্টোবর) ফুলবাড়ীয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজেন কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড কনভনেশন সেন্টারে এ সংর্বধনা প্রদান করা হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম।
আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া, মুমিনুল ইসলাম হযরত, অ্যাডভোকটে আব্দুল কুদ্দুস, দুলাল, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠান পরিচারনা করেন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নুরু।
এ সময়ে বক্তারা আব্দুর রাজ্জাক’কে জেলা আওয়ামী লীগরে র্পূণাঙ্গ কমিটিতে পদায়ণ করায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।