দেলোয়ার হোসেন ,ফেনী প্রতিনিধি
সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকালে শহরের ট্রাংক রোডের প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক এম এ খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন ও আনোয়ার হোসেন পাটোয়ারী।
এসময় অন্যান্যের মধ্যে পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম,জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইদ্রিস বর্তন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দেশে ধর্ষণের মহোৎসব চলছে মন্তব্য করে বলেন, সরকার এর দায় এড়াতে পারে না। ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ান। দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। অবৈধ সরকারের পতন ছাড়া এ দুঃসহ সময়ের অবসান সম্ভব নয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।