ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-৩
- আপডেট সময় : ১০:০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৩০ বার পড়া হয়েছে
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-৩
স্টাফ রিপোর্টারঃ
ফেনী জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সার ৩ জন আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, সাবেক সেনা কর্মকর্তা আবু তাহের (৫৯) ও তার স্ত্রী সালমা আক্তার পারভীন (৪৮) এবং একজনের পরিচয় পাওয়া যায়নি।
নিহতর আবু তাহরের ভাই ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন বলেন, তার ভাই ও ভাইয়ের স্ত্রী চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজারে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তারা নিহত হন।
জানা যায়, চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি গাড়ি সিএনজি অটোরিক্সাটিকে চাপা দেয়। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে প্রেরণ করা হয়।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রুহুল মহসীন সুজন বলেন, সন্ধ্যা ৭টার দিকে ছাগলনাইয়া নিজকুঞ্জরা এলাকা থেকে পুলিশ দূর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করে মর্গে প্রেরণ করা হয়েছে।
মুহুরীগঞ্জ হাইওয়ে থানার ওসি রাশেদ খান চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
 
																			



















