আগামি বছরের ফেব্রুয়ারির মধ্যে দেশে অক্সফোর্ডের তিন কোটি করোনার ভ্যাকসিন আসার কথা জানিয়েছেন স্বাস্থ্য সচিব। তিনি বলেন, এ জন্য কয়েকশ’ কোটি টাকা বরাদ্দ রাখাসহ সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলানায়তনে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মেয়র মাহমুদ পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাদির ভুঁইয়াসহ আরো অনেকে।
এর আগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শেষ দিনে উপজেলা পরিষদ সভাকক্ষে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান স্বাস্থ্য সচিব মো.আবদুল মান্নান।