ফের এক মিনিটের ব্যবধানে দুইবার কাঁপল সিলেট
অনলাইন ডেস্কঃ সিলেটে ফের মৃদু ভূমিকম্প হয়েছে। দুই মিনিটের ব্যবধানে দুইবার কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগরজুড়ে।সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে একবার ও ৬টা ৩১ মিনিটে একবার কেঁপে ওঠে সিলেট।
সরেজমিনে দেখা গেছে, প্রথমবার মৃদু কম্পন অনুভূত হলেও দ্বিতীয়বার বড় ঝাঁকুনিতে বাসাবাড়ি থেকে বেরিয়ে আসে মানুষ। অনেকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যায়। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের সত্যতা নিশ্চিত করে সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, দুই মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিক রিখটার স্কেলে মাত্রা ও উৎপত্তিস্থল জানা যায়নি। মাত্রা ও উৎপত্তিস্থল নির্ণয়ে কাজ চলছে।
এর আগে, ২৯ মে দফায় দফায় অন্তত সাতবার ভূমিকম্প অনুভূত হয় সিলেটে। তবে সিলেট আবহাওয়া অফিসে রেকর্ড হয়েছিল চারবার। প্রথমবার ১০টা ৩৬ মিনিটে অনূভূত হওয়া ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩। এরপর সকাল ১০টা ৫১ মিনিটে ৪ দশমিক ১, ১১টা ৩০ মিনিটে ২ দশমিক ৮, সর্বশেষ দুপুর ১টা ৫৮ মিনিটে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬।
ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল সিলেটেই। এরমধ্যে তিনটির উৎপত্তিস্থল ১৩ কিলোমিটারের ভেতরে। ভূমিকম্পের ব্যাসার্ধ কম থাকার কারণে সিলেটের অনেক স্থানেই কম্পনঅনুভূত হয়নি।
এদিকে টানা ভূমিকম্পের কারণে সিলেটের ২৪টি ঝুঁকিপূর্ণ মার্কেট-ভবন ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তালিকায় থাকা বিপনী বিতানগুলো বন্ধ থাকলেও বাসাবাড়ি থেকে মানুষ সরেনি। এ নিয়ে সিসিকের পক্ষ থেকে বেশ কয়েকবার সতর্কতামূলক প্রচারণা চালানো হয়েছে।